R কিকস্টার্টার - ০২ R ও RStudio ইন্সটলেশন

2 min read

Windows, Linux ও Mac তিনটি অপারেটিং সিস্টেমের জন্যই R এর প্রি-কম্পাইল্ড বাইনারি ভার্সন পাওয়া যায়। আপনাকে যেটা করতে হবে সেটা হল প্রথমেই CRAN এর ওয়েবসাইটে যেতে হবে – https://cran.r-project.org/ , এরপর আপনি নিচের ছবির মত ইন্টারফেস দেখতে পাবেন-

alt text

Windows এ R ইন্সটলেশনঃ আপনি যদি Windows ব্যবহারকারি হন তাহলে Download R for Windows এ ক্লিক করুন। এরপর base এ ক্লিক করুন, সেখানে Download R for Windows বাটনে ক্লিক করে ইন্সটলেশন ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর ইন্সটলেশন ফাইলটিতে ডাবল ক্লিক করে অন্য সব সফটওয়্যারের মত নেক্সট নেক্সট ক্লিক করে ইন্সটল করে ফেলুন। ব্যস R ইন্সটল হয়ে গেল আপনার সিস্টেমে। এরপর আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করে R লিখে সার্চ করলে R’এর আইকন ওয়ালা একটি এপ্লিকেশন দেখতে পাবেন। ডাবল ক্লিক করে এপ্লিকেশনটি ওপেন করুন। এটি হল R এর GUI এপ্লিকেশন। শুধুমাত্র উইন্ডোজ ইউজারদের জন্য R’এর এই GUI এডিটরটি পাওয়া যায়। লিনাক্সের জন্য নেই। আপনি চাইলে এখনি এই এপ্লিকেশনের এডিটরে R প্রোগ্রামিংয়ে কোড করা শুরু করে দিতে পারেন, তবে আমরা এই এপ্লিকেশনে R প্রোগ্রামিং করবো না। আমরা আরো সুন্দর ইন্টেয়ারফেসের, আরো অ্যাডভান্সড IDE, RStudio ব্যবহার করবো। IDE কি, IDE ব্যবহারের সুবিধা কি কি তা না জানলে গুগোল করে জেনে নিতে পারেন।

Ubuntu তে R ইন্সটলেশনঃ উবুন্তুতে R ইন্সটলেশন আরো সহজ। প্রথমে Ctrl+Alt+T চেপে টার্মিনাল্টি ওপেন করুন। এরপর টার্মিনালে সিরিয়ালি নিচের কমান্ড গুলো রান করান-

আপনি যদি উবুন্টু ১৪.০৪ ব্যবহার করেন তাহলে – sudo echo "deb http://cran.rstudio.com/bin/linux/ubuntu trusty/" | sudo tee -a /etc/apt/sources.list

কিংবা যদি উবুন্টু ১৬.০৪ ব্যবহার করেন তাহলে – sudo echo "deb http://cran.rstudio.com/bin/linux/ubuntu xenial/" | sudo tee -a /etc/apt/sources.list

এখন আবার টার্মিনালে নিচের কমান্ড গুলো দিন-

gpg --keyserver keyserver.ubuntu.com --recv-key E084DAB9
gpg -a --export E084DAB9 | sudo apt-key add -
sudo apt-get update
sudo apt-get install r-base r-base-dev

ব্যাস কাজ শেষ! আপনার উবুন্টুতে R ইন্সটল হয়ে গেল। এবার টার্মিনালে R লিখে Enter চাপ দিন, তাহলেই R ওপেন হয়ে যাবে। এখানেই আপনি R এর কোড লিখতে পারবেন। তবে উবুন্টুর জন্য R ডিফল্ট ভাবে কোন GUI ইন্টারফেস দেয় না। তাই আমরা RStudio তে কোড করবো।

RStudio ইন্সটলেশনঃ R ইন্সটল করার পর এবার আমরা RStudio ইন্সটল করবো। প্রথমেই https://www.rstudio.com/products/rstudio/download2/ এই লিঙ্কে ক্লিক করে RStudio’র ওয়েবসাইটের ডাউনলোড পেইজে যান। এরপর আপনার অপারেটিং সিস্টেমের আর্কিটকচার অনুযায়ী (৩২/৬৪ বিট) Studio’র ইন্সটলেশন ফাইলটি ডাউনলোড করুন এবং সাধারণ ভাবে ইন্সটলার ফাইলটিতে ডাবল ক্লিক করে RStudio ইন্সটল করে ফেলুন। এরপর RStudio এপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করলে নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

alt text

আমাদের R প্রোগ্রামিং এর সকল এনভায়রনমেন্ট সেট করা শেষ। আপনি যদি এরপর সফলভাবে R ও RStudio ইন্সটল করতে না পারেন তাহলে youtube এ সার্চ করে দেখে নিন ঠিক ভাবে ইন্সটল করে ফেলুন।

নেক্সট পোস্ট থেকেই আমরা RStudio তে R প্রোগ্রামিং এর কোড লিখা শুরু করবো ইনশাল্লাহ। :smile:

 R কিকস্টার্টার